ঝালকাঠিতে টেলিভিশনে কর্মরত পেশাদার সাংবাদিকদের নিয়ে ঝালকাঠি জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন নামে নতুন একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। সম্প্রতি আত্মপ্রকাশ পাওয়া এই সংগঠনে এখন টেলিভিশনের রিপোর্টার আল-আমিন তালুকদারকে আহবায়ক ও ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি অলোক সাহাকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, যমুনা টিভির জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা দুলাল সাহা, আরটিভির জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম জলিল, এসএ টিভির জেলা প্রতিনিধি বরকত হোসেন মৃধা, চ্যানেল টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি রতন আচার্য্য, একাত্তর টিভির জেলা প্রতিনিধি তরুন সরকার, ইন্ডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি আব্দুর রহিম রেজা, চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি মঈনুল হক লিপু, জিটিভির জেলা প্রতিনিধি মো. শহীদুল আলম ও বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি জান্নাতিন নাঈম দীপ।
