ঢাকার ধামরাই উপজেলায় সেপটিক ট্যাংক থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার (১৮ অক্টোবর) দিবাগত রাতে পৌর শহরের ছোট চন্দ্রাইল মহল্লা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, ইয়াছিন এবং আব্দুর রহিম। তারা দুইজন সম্পর্কে মামাতো ও ফুপাতো ভাই।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে ইয়াছিন এবং আব্দুর রহিম বাসা থেকে খেলতে বের হয়। সন্ধ্যার পরও বাড়ি না ফিরলে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। পরে বাড়ির পাশে একটি ভবনের খোলা সেপটিক ট্যাংক থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
