ঢাকা রবিবার , ১২ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

রাকসু নির্বাচন: ১৫-১৬ অক্টোবর বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়

আইএম নিউজ ডেস্ক
অক্টোবর ১২, ২০২৫ ৩:৩৯ অপরাহ্ণ
Link Copied!

আগামী বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন উপলক্ষ্যে ১৫ ও ১৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়টির উপ উপাচার্য ফরিদ উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ব্যাপকভাবে বেড়েছে। অনেকেই আশা করছেন, এ নির্বাচন বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবার কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট প্রতিনিধি ও হল সংসদ মিলে মোট প্রার্থী রয়েছেন ৯০২ জন। ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১ জন। নির্বাচন অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের ৮টি একাডেমিক ভবনের ১৭টি কেন্দ্রে স্থাপিত ৯৯০টি বুথে, সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

সংবাদটি শেয়ার করুন....